কবি জয়দেব বসু পশ্চিম বঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর অনেক কথা ‘ডি-কোড’ করে আমাদের অশেষ উপকার করেছেন নীচের লেখাটিতে। এর সাথে শুধু একটিই সংযোজন করার আছে, যে বাণীটি আজকের কাগজেই বেরিয়েছে। বাণীটি হ’লঃ ‘যত্রতত্র পার্টি অফিস দখল নয়’। সাব-হেডিং-এ আছে – ‘অন্য দলের অফিস দখল করা যাবে না… এলাকায় কেউ বাড়ী করতে এলে তার উপর জুলুম করা চলবে না… এলাকায় শহীদ বেদী করা যাবে না… ফুটপাতে তৃণমূলের অফিস থাকলে তা’ ভেঙ্গে দিতে হবে…’, ইত্যাদি। ‘ডি-কোড’ করে প্রথম তিনটে ‘না’ তুলে দিন এবং শেষে একটা ‘না’ জুড়ে দিন।
Advertisements
Tags: coded language, decode, mamata, tmc, trinamool
Leave a Reply